চুয়াডাঙ্গার বেগমপুর বাঁওড় ইজারা পেলো ছোটসলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি 

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী বেগমপুর বাঁওড় ৬ বছরের জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা পেয়েছে ছোটসলুয়া মৎসজীবী সমবায় সমিতি। সরকারি চুড়ান্ত সিদ্ধান্ত নিজেদের পক্ষে আসায় বাড়তি উদ্দীপনা ফিরে পেয়েছেন সমিতির সদস্যরা। মাছ চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেক সদস্য। স্বপ্নের পেছনে লেগে থাকলে তা একদিন না একদিন বাস্তবায়ন হবেই এমনটা মনে করছেন সমিতির কর্ণধাররা। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে অবস্থিত বেগমপুর বাঁওড়। এ বাঁওড়ে মৎস্য শিকার করে অনেকের জীবন ও জীবিকা নির্বাহ হয়ে থাকে। বাঁওড়টি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় বিধি মোতাবেক ইজারা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রাণালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩০-১৪৩৫ বাংলা মেয়াদে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাঁওড় বা জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭১তম সভায় ইজারা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইজারায় অংশগ্রহণ করেন (অনলাইন আবেদন ক্রমিক নং-৮১২৪) ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। প্রথম মেয়াদে ৪বছর ও ২য় মেয়াদে ২ বছর করে মোট ৬ বছরের জন্য ইজারা প্রদানের সিদ্ধান্ত দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা প্রদান করা হয়। নিদের্শনা পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা চুয়াডাঙ্গা রেভিনিউ ডেপুটি কালেক্টর (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর স্বাক্ষরিতপত্রে ইজারা গ্রহীতা ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতির কাছে বাওড় হস্তান্তর করার নির্দেশ প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনারকে। এরই আলোকে গতকাল রোববার বিকেল ৩টার দিকে বেগমপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা সেলিম মিয়া বেগমপুর বাওড়ে উপস্থিত হয়ে ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সভাপতি ও সাধারণ স¤পাদকসহ সদস্যদের কাছে বিলটি হস্থান্তর করেন। এদিকে এলাকার প্রকৃত মৎস্যজীবীদের সংগঠন পুনরায় বেগমপুর বিলটি ইজারা পাওয়ায় মৎস্যজীবীদের মধ্যে বিরাজ করছে উৎসব উদ্দীপনা। সমিতির অনেক সদস্যই মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

Comments (0)
Add Comment