বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর বিলপাড়ায় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। অভাব অনটন আর পারিবারিক কলহের জের ধরে আসলাম মণ্ডল আত্মহত্যা পথ বেঁচে নিয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিলপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে তিন সন্তানের জনক আসলাম মণ্ডল (৪৫) বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকাল ৯টার দিকে পরিবারের লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙে দড়ি থেকে তার মরদেহ নামানো হয়। পরিবার সূত্রে জানা যায়, অভাব অনটনের কারণে পরিবারের লোকজনের সাথে বনাবনি ছিলো না তার। তাই একপর্যায় তিনি আত্মহত্যার পথ বেঁছে নেয়।