নবাগত ওসির সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার
ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সাথে আলমডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় আলমডাঙ্গা প্রেসক্লাবের অফিস কক্ষে এ মতবিনিময়সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার নাথ। মতবিনিময় অনুষ্ঠানে নবাগত ওসি বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিয়ে ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ সমাজ থেকে দূর করা সম্ভব হবে এবং অপরাধ কমে যাবে। বিশেষ করে মাদক নির্মূলে আমি কঠোর অবস্থান নেবো, আলমডাঙ্গায় মাদককে জিরো টলারেন্স করতে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। এছাড়াও পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশির ভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আমি আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আব্দুল আলিম, ওসি (অপারেশন) একরাম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, মৌলভী আবুল কাশেম, শেখ শিফিউজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের উপস্থপনায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক রুনু খন্দকার, অর্থ সম্পাদক সৈয়দ সাজেদুল হক মনি, ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি কাইরুল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান বিশ্বাস, মানবধিকার সম্পাদক অনিক সাইফুল, ধর্মবিষয়ক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরি, দপ্তর সম্পাদক আবুল কাশেম টুকু, নির্বাহী সদস্য কে এ মান্নান, নির্বাহী সদস্য শাহাবুল হক, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার সদু, সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য হাসিবুল ইসলাম, সদস্য মহসিন আলী হোসেন, সাংবাদিক ফয়সাল আহম্মেদ। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আলমডাঙ্গা উপজেলায় এক সময় সন্ত্রাসের অভয়ারন্য ছিলো, বর্তমান সরকারের আমলে সন্ত্রাস নির্মূল হয়েছে। আলমডাঙ্গায় বাউল সম্প্রদায় বেশি থাকায় তারা গাঁজা সেবন করে থাকে, তাদেরকে বাদ দিলেও অনেক কিশোর যুবক মাদকাসক্তিতে আসক্ত। পুরো উপজেলা জুড়ে মাদকের ভয়াল থাবা। তবে আপনি যোগদানের পর থেকে একের পর এক মাদক সেবনকারি ও মাদক ব্যবসায়ীদের ধরে চালান দেয়া হয়েছে, ভ্রম্যমাণ আদালতে সাজাও হয়েছে, এছাড়া গরু চুরি, মোটরসাইকেল চুরির সঙ্ঘবদ্ধ চোরচক্র রয়েছে। সেচযন্ত্র চুরির ঘটনাও ঘটে থাকে। আমরা এ সবের বিরুদ্ধে পুলিশের পাশে থাকতে চায়। আলমডাঙ্গা আরও বেশি বাসযোগ্য হয়ে উঠুক আপনার নেতৃত্বে। এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সাংবাদিকরা আরও বলেন, যাদের স্থানীয় পত্রিকায় কাজ করতে হয়, একই দিনে তাদের অনেক নিউজ করতে হয়। সেক্ষেত্রে কিছু ভুলত্রুটি খুব স্বাভাবিক। অনেক সময় পুলিশের সাথেও কিছুটা অনৈক্যের সম্পর্কে ঘটে। এ ক্ষেত্রে নতুন করে সেতু বন্ধনের দায়িত্ব ওসির উপর বর্তায়। এ দায়িত্ব আপনি (ওসি) সুচারুরূপে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকবৃন্দ।
দামুড়হুদা প্রেসক্লাবে ইফতার ও নবাগত ওসিকে শুভেচ্ছা বিনিময়
জীবননগরে বিভিন্ন সংগঠনের ইফতার ও দোয়া
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন। অপরদিকে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসএসসি ১৯৮৭ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। গতকাল শনিবার এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সহকারী শিক্ষা অফিসার আবু হাসান, সাংবাদিক মাজেদুর রহমান লিটন প্রমুখ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তকারুজ্জামান, শামীম হোসেন, শোয়াইব হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক খালিদ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ। বক্তারা মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আশরাফুল হক।
মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এসএসসি ১৯৮৭ ব্যাচের কনভেনার সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মো. মুছা ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু। সাংবাদিক জাহিদ জীবনের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনাসভায় বক্তব্য রাখেন ৮৭ ব্যাচের মনিরুজ্জামান বাবলু, তহিদুর রহমান মিনা, মোস্তফা কামাল, ডা. আব্দুল জব্বার, সাহেব, শাহজাহান সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক।