চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে স্কুলে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত ।। লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হবে আগামী ৩০ এপ্রিল। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ২৩ মে পর্যন্ত। আর ২৪ থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। এ উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদে বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, নিজেকে আবিষ্কার করে নিজের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলে; তবেই সফলতা ধরা দেবে। তোমরা পরীক্ষার দিন মাথা ঠা-া রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। বক্তারা বলেন, জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে। শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাদের আসার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন করা নয়; এর বাইরেও আরও অনেক কিছু। শিক্ষা তোমাদের তৈরি করবে একজন দায়িত্বশীল, নৈতিক এবং দক্ষ নাগরিক হিসেবে। তোমাদের মনে রাখতে হবে, এই শিক্ষাজীবন এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যতের ভিত্তিস্থাপন করবে। বক্তারা আরও বলেন, তোমাদের সবার মধ্যে একটি অনন্য প্রতিভা লুকিয়ে আছে। হয়তো এখন তা তোমরা বুঝতে পারছো না। কিন্তু সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রম তোমাদের সেই প্রতিভাকে বিকশিত করবে। জীবনে সফল হতে হলে প্রয়োজন ‘স্বপ্ন দেখার সাহস, পরিকল্পনা করার দক্ষতা ও অবিচল অধ্যবসায়’। তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। আমরা তোমাদের জন্য গর্ববোধ করি। তোমাদের সফলতাই আমাদের সফলতা।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন ছাত্রীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার ও লোকমান হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার সোহেল আহাম্মেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সদর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলী জাফর মন্টু, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সিনিয়র সহসভাপতি আব্দুল হাই, যুগ্মসাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস পচা, সাংগাঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুব বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইলিয়াস হোসেন, নাইদুর রহমান, গোলাম মোস্তফা নান্না, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পদ্মবিলা ইউপি সদস্য আজিবর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল। শেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের পরিচালনায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক নাটক স্বপ্নের প্রতিফলন মঞ্চস্ত করা হয়।
বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার হারদী মীর শামসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার খান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোনায়েম খান, অভিভাবক সদস্য আবু বক্কর সিদ্দিক, হারদী ইউনিয়ন জামায়েতের আমির মো. গিয়াস উদ্দিন, হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম, আব্দুস ছাত্তার। সহকারী শিক্ষক ওমর খৈয়ামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শেখ শাহিনুর রহমান টিপু মেম্বার, জামিলুর রহমান জামিল, তৌফিক খান, আবু সাইদ খান জুয়েল, মিজানুর রহমান বাবু, হুমায়ুন কবির শেখ, ফজলে রাব্বি খান। কোরআন তেলওয়াত, বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এই নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকী। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ভাংবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্মসাধারণ সম্পাদক তুহিবুল হুদা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুর্শিদ কলিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকন, সাধারণ সম্পাদক ছবিরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপিবর সভাপতি ইসমাইল হুদা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন কোরবান আলী, অজিফা খাতুন, আলমগীর কবির, শামীমা খাতুন, জাহানারা খাতুন, গুলশান আরা, হীরা খাতুন, সানজিদা খাতুন, মোহাম্মদ আলী, শাহীন আলম প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল কাশেম। সহকারী শিক্ষক সবুর খাঁন ও আব্দুল মমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আব্দুল জব্বার।
এছাড়াও বক্তব্য রাখেন স্কুল শিক্ষক আহমেদুল হক তুহিন, আব্দুর রহমান, কাউছার আলী, তারিকুল ইসলাম, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, আরিফা ইয়াসমিন, সেলিনা খাতুন প্রমুখ। হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এবার জেনারেল ও ভোকেশনাল থেকে মোট ১৭৪ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
এদিকে, জীবননগরের মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী প্রধান শিক্ষক পাভেল মেহেমুদ আব্দুর রবের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মজিবর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মহাদেব কুমার, বজলুর রহমান, আকলিমা খাতুন, নুরজাহান খাতুন, খলিলুর রহমান, রোজিনা খাতুন, আবুল কালাম আজাদ, এটিএম সেলিম রেজা, শিউলি আক্তার, আব্দুর রশিদ, মোমিনুর রহমান, মনিরুজ্জামান প্রমুখ।