সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬টি গ্রামের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য কেএসএম শিক্ষা সেবা ট্রাস্টকে একটি সেন্টার হিসাবে ঘোষণা করা হয়েছে। তারই আলোকে গত রোববার সকাল ১০টায় দত্তাইল শুম্ভনগর পুরাতন মসজিদ প্রাঙ্গণে কেএসএম শিক্ষা সেবা ট্রাস্টের উদ্যোগে দুস্থদের সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে কেএসএম শিক্ষা ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক ড. হাসনান আহমেদ বলেন, এলাকার তিনটি মানদ-ের উন্নতির মাধ্যমে এলাকার উন্নয়নকে সুনিশ্চিত করবে। প্রতিটি পরিবারকে উন্নয়নমুখী প্রশিক্ষণ এবং সেবা উদ্দেশ্যভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, দুস্থ সহায়তা কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা। তিনি আরো বলেন, কোনো জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সামষ্ঠিক উন্নয়ন মডেলের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন মডেলের ব্যবহার করতে হবে। তিনি দলমত নির্বিশেষে পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে সকলকে উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি সকলকে সমাজসেবী হিসেবে সহায়ক ভূমিকা রাখার কথা উল্লেখ করেন। শিক্ষাকে দলমতের উর্ধ্বে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যতিক্রম হলে এলাকার শিক্ষার উন্নয়ন ব্যাহত হতে বাধ্য। তিনি আরো বলেন, বর্তমানে এদেশের শিক্ষার মানের ক্রমাবনতি জাতিকে শঙ্কিত করে তুলছে। তিনি এলাকার বিত্তবানদেরকে শিক্ষাক্ষেত্রে অর্থিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। অত্র অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, হাজি মজিবর রহমান, আজিজুল হক বিশ^াস, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, বদর উদ্দিন, আক্তার হোসেন, সাজিবার বিশ^াস, শাহাজালাল মোল্লা, মোকতার হোসেন, আব্দুর রউফ মাস্টার প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার সুধীজনসহ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক হুসাইন আলিম। অতিথিদ্বয় দুস্থদের হাতে নগদ অর্থ তুলে দেন।