সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের কমিটি বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে আগের কমিটি বহাল রাখারও নির্দেশ দিয়েছেন। গত সোমবার দীর্ঘ শুনানি শেষে এ নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি খোসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ। এর আগে গত ৩১ অক্টোবর তেঁতুল শেখ কলেজের চলমান গভর্নিং বডি বাতিলের নির্দেশ দেয় যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক গোলাম রাব্বানি স্বাক্ষরিত একপত্রে এ নির্দেশনাসহ পরবর্তি গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠন করার জন্যও বলা হয়। এদিকে, কমিটি বাতিল আদেশের বিরুদ্ধে তেতুল শেখ কলেজের সভাপতি হাজি আব্দুল্লাহ শেখ, কমিটির অন্য সদস্য তমিজ উদ্দিন, আবু তাহের বিশ^াস, জালাল উদ্দিন ও আব্দুর সাত্তার এবং পরিচালনা কমিটির অন্য সদস্যরা হাইকোর্টে রিটপিটিশন দায়ের করেন। গত সোমবার হাইকোর্টের বিচারপতি খোসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানী শেষে তেতুল শেখ কলেজের গভর্নিং বডি বাতিলের প্রেক্ষিতে সভাপতির আবেদনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে পরির্দশকসহ ৬ জনের বিরুদ্ধে রুলজারি করেন। একইসাথে পরিচালনা কমিটির অন্য সদস্যদের আবেদনের আদেশে বোর্ড কর্তৃক বাতিল কমিটি স্থগিত করেন ও সাবেক কমিটি বহাল রাখার নির্দেশ প্রদান করেন। ফলে হাইকোর্টের রুল ও স্থগিত আদেশের বলে সভাপতি ও কমিটির অন্য সদস্যদের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। এ বিষয়ে তেঁতুল শেখ কলেজের সভাপতি হাজি আব্দুল্লাহ শেখ বলেন, এই আদেশের বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক সদ্য ঘোষিত কমিটি এমনিতেই বাতিল হয়ে গেছে। আমাদের আগের কমিটিই বহাল রয়েছে।