স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মহামারীর সংক্রমণরোধে কাজ করে যাচ্ছে প্রশাসন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চুয়াডাঙ্গার চার উপজেলায় জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি করা হচ্ছে লিফলেট বিতরণ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। করা হচ্ছে জরিমানা। বিতরণ করা হচ্ছে মাস্ক।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অভিযান চালান সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় চার জনকে ১ হাজার ৮’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে মাস্ক বিতরণের পাশাপাশি সবাইকে মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দেন তিনি। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালতে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে একজনকে ৪ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পেশকার সোবহান আলী ও স্থানীয় ক্যাম্প পুলিশ।