স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলীর স্মরণে স্মৃতিচারণ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ৬২নং আড়িয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাস। ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক হুমায়ুন কবীরের উপস্থাপনায় মরহুমের স্মরণে বক্তব্য রাখেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মখলেসুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল মুজাহিদ, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাহাজেবীন। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন চঞ্চল হোসেন, শ্যমলী খাতুন। দোয়া পরিচালনা করেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আলী নাসের।