চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মদ ও ফেনসিডিল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর পৃথক সীমান্ত থেকে ৩১৭ বোতল মদ ও ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে, শনিবার রাতে জীবননগর হরিহরনগর ও গয়েশপুর সীমান্ত থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ৮টায় মেদিনীপুর বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভিতরে হরিহরনগর গ্রামের আম বাগানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৩১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপর রাত ১০টায় গয়েশপুর বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভিতরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

Comments (0)
Add Comment