গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি বাজারে চার প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকা ও সংশ্লিষ্ট ব্যবসার লাইসেন্স না থাকায় চার প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি বাজারে অভিযান চালিয়ে স্যানিটারি ব্যবসায়ী, টেইলার্স মালিক, ফার্মেসি ব্যবসায়ী ও মিষ্টির হোটেল মালিককে জরিমানা করা হয়। এসময় ডিলিং লাইসেন্স না থাকায় জহির টেইলার্সের স্বত্বাধিকারী জহিরকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১৯৫ এর ৩/৬ ধারায় ৫শ’ টাকা, স্যানিটারি ব্যবসায়ী সাহাজুলের লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৮৯ ধারায় ৫শ’ টাকা, হাসু ফার্মেসির লাইসেন্সে সার ও কীটনাশক ব্যবসা উল্লেখ থাকায় এক হাজার টাকা জরিমানা ও বিভিন্ন কোম্পানির স্যাম্পল ওষুধ জব্দ এবং সরকার নির্ধারিত মিষ্টির প্যাকেটের ওজনের চেয়ে বেশি থাকায় ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক অরবিন্দকে ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশের একটি দল।