স্টাফ রিেেপার্টার: আগামী ২০ অক্টোবর চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ৩ বারের নির্বাচিত ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন। গতকাল দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে মো. আকতার হোসেনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচন ২০ অক্টোবর। নবগঠিত ইউনিয়নে প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় নবীন ভোটাররা মুখিয়ে আছে। ধানের শীষ প্রতীক কে পাচ্ছেন তা নিয়েও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ছিলো কৌতুহল। গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন পত্র হাতে পান আকতার হোসেন।