স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও তিতুদহ ইউপির প্রশাসক আব্দুল হান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, গড়াইটুপি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, নবনির্বাচিত সদস্য সাইদ খোকন ও মৌসুমী খাতুন। পরে নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, নির্বাচিত সদস্যরা তৃণমূল পর্যায়ের নেতা। তৃণমূল পর্যায় থেকে অনেকে বড় নেতা গড়ে ওঠেন। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সকলেই যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।