চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন আ.লীগের প্রতিবাদসভা অনুষ্ঠিত

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি অস্থায়ী ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। আ.লীগ নেতা এএসএম খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার। এসময় বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী সন্ধ্যার দিকে অস্থায়ী ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমরা ইউনিয়ন আ.লীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজ যেখানে হামলা করা হয়েছে সেটা একজন প্রয়াত বীরসেনানী মরহুম ছাইদুর রহমান ছাব্দারের বাড়ি এবং অস্থায়ী গড়াইটুপি ইউনিয়ন পরিষদ। এটা একজন স্থানীয় চেয়ারম্যান, একজন মুক্তিযোদ্ধার অপমান। এমন ন্যাক্কারজনক ঘটনায় আমরা সোচ্চার। আমরা অতিদ্রুত বাকি আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তা নাহলে স্থানীয় আ.লীগ, মুক্তিযোদ্ধারা, শিক্ষকরা বসে থাকবে না। আমরা একত্রিত হয়ে রাজপথে নামতে বাধ্য হবো। প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, অতিদ্রুত বাকি আসামিদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে করে এমন সন্ত্রাসী বাহিনী এলাকায় স্থান না পাই। এমন দুঃসাহসিক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। প্রশাসন তৎপর হয়ে আসামিদের ধরতে ব্যর্থ হলে আমরা আইন তোয়াক্কা না করে আমাদের ব্যবস্থা আমরা নেবো। প্রশাসন মামলায় আসামিদের গায়ে শুড়শুড়ি দেয়ার মতো একটি ধারা দিয়েছে। যা আমাদের কাম্য ছিলো না। আমরা ধিক্কার জানাই একটি সরকারি প্রতিষ্ঠান, একজন প্রয়াত মুক্তিযোদ্ধা, একজন ওসি, একজনের চেয়ারম্যান ও শিক্ষকের বাড়ি হামলার ঘটনায় এমন একটি ধারা প্রয়োগ করাতে। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওলাদ বিশ্বাস, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, সিনিয়র আ.লীগ নেতা শাহ আলম বাচ্চু, হায়দার শাহ, সাবেক ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জামির হোসেন, সাবেক মেম্বার মহি উদ্দিন, সাবেক যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম রোকন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাইদ খোকন, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লিটন আলি, ৩নং ওয়ার্ড আ.লীগ নেতা আব্বাস হোসেন, কালাম, সাদেক আলি, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ড আ.লীগ নেতা জহির মালিতা, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ফারুক হোসেন চান, ৬নং ওয়ার্ড আ.লীগ নেতা ইদ্রিস আলি, ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল কাশেম, আ.লীগ নেতা আব্দুল মান্নান, ৮নং ওয়ার্ড আ.লীগ নেতা ইসরাফিল ও তেতুল হোসেন, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল হান্নান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় দু’শতাধিক নেতাকর্মী। অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান মাস্টার।

 

Comments (0)
Add Comment