চুয়াডাঙ্গার গড়াইটুপিতে ইউনিয়নের আ.লীগের প্রস্তুতিসভা

 

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান যথাযথভাবে উদযাপন উপলক্ষে এবং করনীয় বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন পরিষদের গোলচত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ.লীগের প্রবীণ নেতা শাহ আলম বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ফাতরুজ্জামান মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁন মেম্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা গিয়াস উদ্দিন, মহিউদ্দিন, আবুল কাশেম, ফারুক হোসেন চাঁন, আতিয়ার রহমান, নিতাই পাল, আবুছদ্দি, খোকা হোসেন, জামির, আকিব, আতিয়ার, মঙ্গল হোসেনসহ শতাধিক নেতাকর্মী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইদ খোকন, হাফিজুর রহমান, জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিজানুর রহমান।

Comments (0)
Add Comment