স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের আলোচনাসভায় অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
সরদার আল আমিন বক্তব্যে বলেন, একজন শিশু তার পিতা-মাতার স্বপ্নের সমান। আমাদের শিশুকে আমাদের স্বপ্নের মতো গড়ে তুলতে হবে। পিতা-মাতা যেভাবে স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে, তেমনি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে তিনি কতোটা সময় সন্তানকে দিচ্ছেন সেই সময়ের উপরেই তার স্বপ্নটা ততোটা পূরণ হচ্ছে। আমাদের সন্তানকে বোঝাতে হবে। একজন শিশুর মানসিক বিকাশের জন্য তাকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলতে হবে। গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির পরিচালকসহ সকলের উদ্দেশ্যে তিনি বলেন, চুয়াডাঙ্গাতে এই ধরনের প্রতিষ্ঠান দরকার আছে। এই ধরনের প্রতিষ্ঠান ওই সব শিশুদের কাক্সিক্ষত লক্ষে পৌঁছুতে আগ্রহী ভূমিকা পালন করবে।
নাজমুল হক স্বপন বক্তব্যে বলেন, প্রত্যেকটি শিশুকেই সুশিক্ষায় শিক্ষত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজকে বদলাতে হলে একজন ভালো মানুষের প্রয়োজন। শুধু রাজনৈতিক ব্যক্তিরাই যে সমাজ বদলাবে তা নয়। সমাজকে বদলাতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ভালো মানুষের প্রয়োজন। আমাদের শিশুকে বোঝাতে হবে। গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির ইনস্ট্রাকটর ও পরিচালক নজরুল ইসলামের সার্বিক সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, অ্যাড. নাজমুল হাসান লাভলু, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা, জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সরাকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের প্রভাশক আহসানূল হক আসাদ, চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমঙ্গীর হোসেন, দামুড়হুদা কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসা প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।