চুয়াডাঙ্গার গিরীশনগরে ইজিবাইক দুর্ঘটনায় শিশু নিহত

 

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গিরীশনগরে ইজিবাইকের নিচে পড়ে আবিরা খাতুন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে।

ঘটনাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে জনসভায় যোগদান করেন গবরগাড়া গ্রামের নঈমুর নামের এক ইজিবাইক চালক। তিনি সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরীশনগর গ্রামের সাব্দার আলীর মেয়ে আবিরা খাতুন স্নেহা (৫) মসজিদের মক্তব থেকে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় নঈমুরের ইজিবাইকে রাস্তায় গাড়ির নিচে পড়ে মারাত্মক আহত হয় ¯েœহা। কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায়। এ ঘটনায় ইজিবাইক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে উভয়পক্ষ ২ লাখ ৫ হাজার টাকায় বিষয়টি মিমাংসা হয় বলে একটি সূত্রে জানা গেছে। পরে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ করছিলেন বলে জানা গেছে।

Comments (0)
Add Comment