চুয়াডাঙ্গার খাড়াগোদায় কবরস্থানের টাকা আত্মসাতের ঘটনায় সালিসে অভিযুক্তদের ভুল স্বীকার : টাকা ফেরত

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের টেস্ট রিলিফ (টিআর) এর টাকা আত্মসাতের ঘটনায় গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গ্রাম্যসালিস অনুষ্ঠিত হয়। গ্রাম্য সালিশে অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ৫০ হাজার টাকা ফেরত দিয়েছে।
গ্রাম্য সালিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাঠপাড়া কবরস্থান ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ উন্নয়ন টেস্ট রিলিফ (টিআর) ৫০ হাজার টাকা আসে। ওই টাকা প্রায় ৫ মাস অতিবাহিত হওয়ার পর গোরস্থান কমিটির লোকজন সদর উপজেলার নির্বাহী অফিসারের (ত্রাণ) কার্যালয় থেকে মাস্টাররোল উত্তোলন করে অবগত হয়। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পিআইসি খাড়াগোদার জামির হোসেন ও সেক্রেটারি আকিব হোসেন নড়েচড়ে বসে। বিভিন্ন টালবাহানা শুরু করে। প্রথম পর্যায়ে মসজিদ কমিটিকে জানানো হয়েছে মিথ্যাচার করে।
এদিকে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তদের শাস্তির দাবিতে ফুঁসে ওঠে গ্রামবাসী। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ নিয়ে গ্রাম্য সালিস বসে। সালিসে তাদের ভুল স্বীকার করে ও ক্ষমা চেয়ে স্থানীয় চেয়ারম্যানের হাতে টাকা ফেরত দেন। পরে তা গোরস্থান কমিটির কাছে বুঝিয়ে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, স্থানীয় তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম, টু-আইসি কুদ্দুস আলী, গোরস্থান কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান, যুগ্মসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুইশতাধিক লোক। এদিকে এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে দুপক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়।

Comments (0)
Add Comment