গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার খাসপাড়ায় প্রকাশ্যে দিবালোকে রিফাত আলী ইমন নামের এক কিশোরকে পেটানোর অভিযোগ উঠেছে একই গ্রামের দু’কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে।
ঘটনাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামের উত্তরপাড়ায় সেলিম হোসেনের ছেলে রিফাত আলী ইমনকে গতকাল শনিবার একই গ্রামের করিমের ছেলে বাপ্পি ও তার চাচাতো ভাই কাদিরের ছেলে রাশেদ সকাল সাড়ে ১০টার দিকে পূর্বশত্রæতার জেরে ইমনের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র ও রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। তবে ঠিক কি কারণে পিটিয়েছে তার কারণ জানা যায়নি।
তবে স্থানীয়রা জানিয়েছে গত বুধবার স্থানীয় সড়াবাড়িয়ায় ওয়াজ মাহফিলে মারামারির ঘটনা ঘটে। সেই সূত্র ধরে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাপ্পি ও রাশেদ ইমনের বাড়িতে গিয়ে পেটায়। স্থানীয় সাদিয়া খাতুন নামের এক মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক নিয়েই বলে এই মারামারির মূল সূত্রপাত।