চুয়াডাঙ্গার কুলচারায় টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে রাত পর্যন্ত ৭নং ওয়ার্ডের কুলচারা গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ললিত কুমার দাস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. পিনা। এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সভাপতি মজনুল হক পচা ও সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম লিটু, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, তোফাজ্জেল, জহুরুল, রবগুল, জাকের, উজ্জল, দোয়েল, লিংজাসহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

Comments (0)
Add Comment