সরোজগঞ্জ প্রতিনিধি: গত ৭ এপ্রিল চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে ২নং ওয়ার্ড বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেল ৫টার দিকে সরোজগঞ্জ বাজারের আবির হোটেলে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সদ্যঘোষিত সভাপতি রবিউল ইসলাম। অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সহসভাপতি মাজেদ শেখ, রওশন আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, যুগ্মসম্পাদক নাসির উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খাজা, কোষাধক্ষ্য ডা. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ইসমাইল শেখ, ১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলম হোসেন, যুগ্মসম্পাদক রাশিদুল হক, সাংগঠনিক সম্পাদক মমিন হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নায়েব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী, যুগ্মসম্পাদক আক্তার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরজ হোসেন, সহসভাপতি মোবারক হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, যুগ্মসম্পাদক মাদার আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাসুম, যুগ্মসম্পাদক কামাল হোসেন, সহসভাপতি কেসমত আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল হক ঠা-ু, সিনিয়র সহসভাপতি মজিবার রহমান, সাধারণ সম্পাদক মান আলী, যুগ্মসম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্মসম্পাদক ইবাদত ম-ল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি সহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সহসভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক হাবিল হোসেন, যুগ্মসম্পাদক বাবু, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক শাহিন শেখ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক, সহসভাপতি সাদিকুর রহমান বাবলু যুগ্মসম্পাদক ফিরোজ আহম্মেদ, যুবদল নেতা আমির মেম্বার, বিল্লাল মেম্বার, আরিফ, অনিক, হাসিবুল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুজ্জামান আশিক।
বক্তারা বলেন, যে ইউপি কমিটি গঠন করা হয়েছে। গত ১ এপ্রিল কুতুবপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সকল ওয়ার্ডের সুপার ফাইভ এর নেতৃবৃন্দের মতামত নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ। ইউপি কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ডরে সুপার ফাইবের সদস্যরা সদস্য সচিবেব ওপর দায়িত্ব অর্পণ করেন তারই আলোকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি (আংশিক) ঘোষণা করেন যা দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশ করা হয়। যেখানে জনমত জরিপের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে সেখানে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সমন্বয়কারী নজরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগটি ভিত্তিহীন। সকল ওয়ার্ড কমিটির সুপার ফাইবের নেতৃবৃন্দ মনে করেন সদ্য ঘোষিত অত্র ইউপি কমিটি গণতন্ত্র ও গঠনতন্ত্র মেনেই করা হয়েছে। কারো ব্যক্তিগতভাবে কমিটি গঠন করা হয়নি। কোনো নেতাকর্মী দলের গঠনতন্ত্রের বাইরে এই ধরনের অপপ্রচার না ঘটায় সেই বিষয়ে সকল বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন।