চুয়াডাঙ্গার কুতুবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের জিনারুল ওরফে লিটনের ছেলে তুষার (২৪) নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিকভাবে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে কোন এক সময় ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তুষারে মা ছেলেকে ঘরের আড়ার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশিরা ছুটে এসে ঘরের মধ্যে থেকে তুষারের লাশ উদ্ধার করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। থানা থেকে কুতুবপুর ক্যাম্পের আইসি এসআই ফরিদুল ইসলামের ওপর তদন্ত ভার দেয়া হয়। তিনি সরেজমিনে তদন্ত করে আত্মহত্যার সঠিক ধারণা পাওয়াই ও কোনো বাদী না হওয়ায় ময়না তদন্ত ছাড়ায় দাফন করার অনুমতি প্রদান করেন। এ সময় খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।