চুয়াডাঙ্গার আলিয়ারপুরে বিদ্যুৎস্পৃষ্টে মধ্যবয়সী নারীর মৃত্যু

গড়াইটুপি/পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের আলিয়ারপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধ্যবয়সী নারী মায়া বেগমের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘরের সিঁড়ি বেয়ে নামার সময় বিদ্যুতের তারে হাত পড়লে তিনি গুরুতর আহত হন। বিকেলে মায়া বেগম মারা যান। মায়া বেগম (৬৫) আলিয়ারপুর গ্রামের রাহার আলীর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মায়া বেগম ঘরের সিঁড়ি দিয়ে নামছিলেন। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে হাত পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহের সাধুহাটিতে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার অবস্থা উন্নতি না হওয়ায় দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মায়া বেগমকে মৃত ষোঘণা করেন। লাশ বাড়ি ফিরিয়ে নেয়া হয়। বাদ এশা মায়া বেগমকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

Comments (0)
Add Comment