জীবননগর ব্যুরো: চিরনিদ্রায় শায়িত হলেন জীবননগর উপজেলার প্রবীণ সাংবাদিক চুয়াডাঙ্গার বারের সিনিয়র আইনজীবি অ্যাড. মুন্সী আব্দুর রশীদ (৭৩)। গতকাল শনিবার বেলা ১১ টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় শহরের টিএন্ডটি রোডের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নামাজে জানাজায় জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল হক মালিক, সেক্রেটারি অ্যাড. রুহুল আমিন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক মুন্সী রায়হান উদ্দিন ও হাফিজুর রহমান প্রমুখ মরহুমের বর্ণময় কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। মরহুমের নামাজে জানাজায় চুয়াডাঙ্গা জেলা বারের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মুন্সী আব্দুল বারীর ছেলে সাংবাদিক অ্যাড. মুন্সী আব্দুর রশীদ। তিনি চুয়াডাঙ্গা আদালতে আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ দৈনিক সংগ্রামের জীবননগর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জীবননগর প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুন্সী আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে অ্যাড. বোখারী রশিদ পান্না ঢাকা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।