আলমডাঙ্গার জগন্নাথপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গাংপাড়ার বুদোর ব্রিজ হতে চরশ্রীরামপুর নওদাপাড়ার স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জগন্নাথপুর গাংপাড়ার বুদোর ব্রিজ হতে চরশ্রীরামপুর নওদাপাড়ার স্কুল পর্যন্ত রাস্তা ৮৫০ মিটার রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় কার্পেটিং করণ করা হবে। সোমবার সকালে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি বলেন, জগন্নাথপুর গ্রামের গাংপাড়ার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। তাদের দীর্ঘ দিনের চাওয়া স্বপ্নের পাকা রাস্তাটি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পূরণ করেছেন। এ রাস্তাটির কাজ সম্পন্ন হলে বর্ষার সময় এ গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দূর হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে এ সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আপনারা জানেন আপনাদের ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের আমলে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন যত কাজ করেছে তা আর কেউ করেনি।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, সহ-সভাপতি তোফা ম-ল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জমির, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিবুল ম-ল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী, ঠিকাদার ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আজিবার রহমান, উপ-সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে সানোয়ার হোসেন, নজরুল ইসলাম, শাহাজান, আনসার আলী, আফিল মেম্বার, আওয়ামী লীগ নেতা ওবাইদুর রহমান, লুৎফর রহমান, সাধু ম-ল, রেজাউল হক, আজিজুল হক, নকি মদ্দিন, ঠান্ডু, বিল্লাল, মজিবর রহমান, বদর উদ্দিন, আমিরুল, শহিদুল, রাশিদুল, এরশাদ আলী, রেজাউল, সাবেক যুবলীগের সভাপতি মনির উদ্দিন মনি, যুবলীগ নেতা বিএম নাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মহর আলী, ছাত্রলীগ নেতা নাজিম, উদ্দিন, করীম, রাহুল প্রমুখ।