গাংনী র‌্যাবের কুষ্টিয়ায় অভিযান : ৯৭০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

 

গাংনী প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) অভিযানে ৯৭০ গ্রাম গাঁজাসহ সোহেল রানা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়ার ভাগজোত বাজার থেকে তাকে আটক করে র‌্যাব ১২ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল। আটক সোহেল রানা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের শরিয়াত মাজিদের ছেলে। র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, ভাগজোত বাজার এলাকার নবগ্রাম হাইস্কুল রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের দক্ষ সদস্যদের বিশেষ কৌঁশলে পরিচালিত এ অভিযানে ৯৭০ গ্রাম গাঁজাসহ সোহেল রানাকে আটক করতে সক্ষম হয় অভিযান দলের সদস্যরা। গতকালই সোহেলের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাসহ সোপর্দ করা হয়। ওই মামলার আসামি হিসেবে দৌলতপুর থানা পুলিশ তাকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করবে বলে জানায় র‌্যাব।

Comments (0)
Add Comment