গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৫৭। যা ২০১৫ সালের নির্বাচনের ভোটার থেকে ২ হাজার ৮শ’ বেশি। নির্বাচন কমিশন গত ১১ নভেম্বর সর্বশেষ গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডের এ ভোটার তালিকা প্রকাশ করেন। ২০১৫ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনে গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিলো ১৭ হাজার ৫৫৭ জন। এদিকে গত বুধবার গাংনী পৌরসভাসহ দেশের মেয়াদোত্তীর্ণ ৬১টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। অপরদিকে সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার। এদিকে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন অফিসার বুধবার বিকেলেই গাংনী পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, যাচাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২১ সালের ১৬ জানুয়ারি।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গাংনী পৌরসভা। এবারের নির্বাচনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৬০ জন ও নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন। ১নং ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৩৫৯, ২নং ওয়ার্ডে ২ হাজার ৩৩৬, ৩নং ওয়ার্ডে ২ হাজার ৮৪৭, ৪নং ওয়ার্ডে ২ হাজার ৩৩৯, ৫নং ওয়ার্ডে ২ হাজার ৪৩, ৬নং ওয়ার্ডে ১ হাজার ৮৯৭, ৭নং ওয়ার্ডে ২ হাজার ৩৭১, ৮নং ওয়ার্ডে ২ হাজার ১৪৭ এবং ৯নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ২৮ জন।