গাংনী ডিসি ইকোপার্কে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা

গাংনী প্রতিনিধি: স্বাস্থ্যবিধি উপেক্ষা ও সরকারি আদেশ লঙ্ঘন করায় ছয়জনকে চার হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী ভাটপাড়া ডিসি ইকোপার্কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকীম ইয়ানুর রহমান এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন উপজেলা প্রশাসন। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারি আদেশ উপেক্ষা করায় নির্বাহী হাকীম ও সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান পার্কে বেড়াতে আসা মদনাডাঙ্গা গ্রামের শারজান আলীর ছেলে রুবেলকে এক হাজার টাকা, গাংনী বাজারের আব্দুল খালেকের ছেলে মাসুদ রানাকে (২০) দুই হাজার টাকা, মাইলমারি গ্রামের সাহাজুলের ছেলে শাকিবকে (২০) ৫০০ টাকা, মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে ইসমাইলকে ২শ’ টাকা, মদনের ছেলে রনি শেখকে ২শ’ টাকা এবং গোলজারের ছেলে লিটনকে ২শ’ টাকা জরিমানা করেন। এসময় গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

Comments (0)
Add Comment