গাংনী গণিত পরিবারের চন্দ্র সভাপতি সানজিদ সম্পাদক

 

গাংনী প্রতিনিধি: গাংনী গণিত পরিবারের নির্বাচনী সকল প্রক্রিয়া শেষে ২০২৩-২৪ মেয়াদের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বোর্ড অফ ডিটেক্টরস। এতে আদিত্য শাফি চন্দ্র সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাজেকিন সানজিদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার গাংনী গণিত পরিবারের বোর্ড অফ ডিরেক্টরসের স্বাধীন সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি সাইফ হাসান কৌশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২৫ আগস্ট গাংনী গণিত পরিবারের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। উক্ত আহ্বানে যে সকল জীবনবৃত্তান্ত জমা হয় তা বাছাই শেষে সভাপতি পদে আদিত্য শাফি চন্দ্র এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাজেকিন সানজিদ একক প্রার্থী হিসেবে বিবেচিত হয়। বোর্ড অফ ডিরেক্টরস ঘোষিত ৪ সদস্যের আংশিক কমিটির বাকি দুজন হলেন সিনিয়র সহ-সভাপতি পদে তৌহিদুল আকবর আদিব এবং ওয়াদ বিন আশরাফ শাফী।

উল্লেখ্য, চন্দ্র ও আদিব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শাফি সিলেট মেরিন একাডেমি এবং শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কৃতি ছাত্র সানজিদ। সকলেই বিগত দিনে গাংনী গণিত পরিবারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করতে নিষ্ঠা এবং যোগ্যতার সাক্ষ্য রেখেছেন।

Comments (0)
Add Comment