গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের বিদায়ী সংবর্ধনা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে ইউএনও সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় নয় মাস গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালন শেষে তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বদলী হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে গাংনী উপজেলায় কর্মকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিদায়ী দিলারা রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহমেদ, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমুখ।

Comments (0)
Add Comment