গাংনীর সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে : গ্রামগুলো এখন যেন শহরের মতো

গাংনীর বামন্দী ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে এমপি সাহিদুজ্জামান খোকন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, গাংনী উপজেলার গ্রামগুলোতে রাতে গেলে বোঝা যাবে; গ্রামের পরিবেশ এখন শহরের মতো। রাস্তাঘাট, বাড়িঘর আর চারদিকের পরিবেশ নজড় কাড়ে। গভীর রাত অবধি মানুষ নির্বিঘেœ চলাফেরা করে থাকেন। তাছাড়া আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে গ্রামের অলিগলি রাস্তা পাকা রাস্তায় রুপান্তরিত হয়েছে। কৃষি কাজের জন্য পুনর্খনন করা হয়েছে কিছু খাল আর মাঠে মাঠে তৈরি করা হচ্ছে কৃষক ছাউনি। শেখ হাসিনা সরকার প্রধান বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনীর বামন্দী ইউনিয়ন পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বর্তমান সরকারের উন্নয়ন ও স্মার্ট বামন্দী ইউনিয়ন গড়ার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করে বামন্দী ইউনিয়ন পরিষদ। মামলা সংক্রান্ত জটিলতায় এক সময়ের খানাখন্দে ভরা বামন্দী-কাজিপুর রাস্তাটি এ উপজেলার সবচেয়ে সুন্দর রাস্তায় পরিণত হয়েছে উল্লেখ করে এমপি সাহিদুজ্জামান খোকন বক্তৃতায় বলেন, সরকারের বর্তমান মেয়াদে এ অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। বামন্দী-নিশিপুর, নিশিপুর গ্রামের ভেতর দিয়ে বালিয়াঘাটের মোড়, বামন্দী পুলিশ ক্যাম্প পার হয়ে ঝোড়াঘাটের দিকের রাস্তা উন্নয়ন হয়েছে। এছাড়াও বাদিয়াপাড়া থেকে বামন্দী মাঠের রাস্তাটির টেন্ডার হবে। যার জন্য এলাকার মানুষ অনেক দিন থেকে চেয়ে ছিলেন। সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে তিনি বলেন, গাংনী উপজেলায় শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লাগেনি এমন কোন গ্রাম নেই। এ উপজেলার স্কুল, মাদরাসার অনেক নতুন ভবন এবং সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। ব্রিজ, কালভার্ট, নদী ও খাল পুনর্খন করা হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্থ করণে এ অঞ্চলের রাস্তার চেহারা পাল্টে যাবে জানিয়ে তিনি আরও বলেন, বামন্দী ও গাংনী শহরে বেশ কয়েক কিলোমিটার রাস্তায় ফোরলেন হবে। এতে এ অঞ্চলের মানুষ বড় রাস্তায় চলাচলের সুবিধা পাবেন। তাছাড়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতার আওতায় এসেছেন এ উপজেলার মানুষ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ হাসিনার উন্নয়ন, স্মার্ট ইউপি গড়ার সুবিধা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন তুলে ধরেন বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল। গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমপি পত্নী লাইলা আরজুমান বানু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিঠুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

 

Comments (0)
Add Comment