গাংনী প্রতিনিধি: হিজরাদের চাঁদার দাবিতে অতিষ্ট হয়ে নদী নামের এক হিজরাকে পিটিয়েছেন ব্যবসায়ী। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, নদী নামের তৃতীয় লিঙ্গের (হিজরা) এক ব্যক্তিসহ কয়েকজন বামন্দী বাজারের বিভিন্ন দোকানে ঈদ উপলক্ষে টাকা আদায় করছিলেন। বিষয়টি চাঁদাবাজি বলে প্রতিবাদ করেন কসমেটিকস ব্যবসায়ী সোহেল রানা। এতে ক্ষিপ্ত হয়ে সোহেলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হিজরারা। এর এক পর্যায়ে নদীকে মারধর করা হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ অবস্থা বিরাজ করছে হিজরা সমাজের মানুষের মাঝে।