গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর কাজিপুর গ্রামের প্রতিপক্ষের হাতুড়িপেটায় আত্তাব আলী (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বামন্দী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আত্তাব আলী কাজিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আত্তাব আলীর অভিযোগ, জমিজমা সংক্রান্ত মামলা করায় দেবীপুর গ্রামের কয়েকজন তার ওপর হামলা করেছে। ঘটনার সময় মেহেরপুর আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
অভিযোগে জানা গেছে, আত্তাব আলী তেরাইল মৌজার টুনুয়ারা খাতুন ও কিতাব আলীর কাছ থেকে ২ বিঘা জমি ক্রয় করেন। দেবীপুর গ্রামের ফজলু, ইউসুফ আলী, সাদের আলী ও খবির উদ্দিন জমি তাদের বলে দাবি করে দখলে নেয়ার চেষ্টা চালায়। নিরুপায় হয়ে তাদের নামে আদালতে মামলা করেন আত্তাব। এর জের ধরে আসামিপক্ষের লোকজন তাকে হাতুড়িপেটা করে।
এ বিষয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, আহত আত্তাব আলীর অভিযোগ পেলে মারধরের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।