গাংনী প্রতিনিধি: গাংনীর কাথুলী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের স্বেচ্ছাসেবক ইউনিটের পক্ষে জেলা ছাত্রলীগ সদস্য আব্দুল হাকিমের নেতৃত্বে গতকাল শনিবার বিকেলে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
জানা গেছে, লকডাউনের নিষেধাজ্ঞা শিথিলের সাথে সাথে অনেকে মাস্কও পরছেন না। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় জনসাধরণকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছে ছাত্রলীগ। এ প্রসঙ্গে আব্দুল হাকিম বলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের করোনা প্রতিরোধে নিয়োজিত স্বেচ্ছাসেবক কমিটির আহ্বায়ক মুন্তাসির জামান মৃদুল ও গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর দিকনির্দেশনায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।