গাংনী প্রতিনিধি: শরিফুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম একজন মাদকসেবী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। শরিফুল পুরিয়া করে ভ্রাম্যমাণ গাঁজা বিক্রি করে বেড়াই বলে জানা গেছে। অভিযানের নেতৃত্বে ছিলেন গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই প্রহলাদ রায়।
অভিযান সূত্রে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সহড়াবাড়িয়া গ্রামে অভিযান চালায় গাংনী থানার এই অভিযান দলটি। মাদক বিক্রির সময় হাতেনাতে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসআই প্রহলাদ রায় জানান, গ্রেফতার শরিফুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।