গাংনী প্রতিনিধি: আর্থিক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আশিকুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মেহেরপুর গাংনীর বাদিয়াপাড়া গ্রামে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন গাংনী থানার এএসআই রবিউল ইসলাম। আশিকুর রহমান বাদিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।
গাংনী থানাসূত্রে জানা গেছে, আর্থিক প্রতারণার মামলায় ছয় মাসের কারাদ- এবং অনাদায়ে ৮ লাখ ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দেন বিজ্ঞ আদালত। তবে আশিকুর রহমান পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা পেয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করছিলো পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করে। গতকালই তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ।