গাংনীতে শহীদ রেজাউলের মৃত্যুবার্ষিকী পালন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা শহীদ রেজাউল হকের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে আলোচনাসভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদ রেজাউল হকের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগ এ আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক কমিশনার ও প্যানেল মেয়র নবীরউদ্দিন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ালিদ আল জাবির প্লাবন, গাংনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমেদ, আবীর হামজা, সাংগঠনিক সম্পাদক আবু আল বাসার, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, শহীদ রেজাউল হকের পরিবারের সদস্যসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুজ্জামান সবুজ।

Comments (0)
Add Comment