গাংনীতে মোটরসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আরিফুল ইসলাম (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল ওই গ্রামের সোলেমান হোসেনের ছেলে। ধানখোলা ইউনিয়ন পরিষদের সদস্য বছির উদ্দিন জানান, আরিফুল মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। চলন্ত অবস্থায় পেছন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment