গাংনীতে বিদ্যালয়ের ছাত্রী প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ অনুষ্ঠিত

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান সোমবার বিকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন অধিদপ্তরের গাংনী উপজেলা অফিসের “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য়” এর আওতায় এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোরী সংঘের ১০০ ছাত্রী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্ব করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সাব্বির আহমেদ। এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মফিজুর রহমান খাঁনের সঞ্চালনায়, এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী লিলিমা মাহফুজ তিশা। প্রশিক্ষণে কৈশর বা বয়: সন্ধিকালীন পরিচিতি, বয়ঃসন্ধিকালীন শারীরিক মানষিক পরিবর্তন, শারীরিক পরিবর্তনের ব্যবস্থাপনা ও বাল্যবিবাহের কুফল-সুফল এবং বাল্যবিবাহ আইন বিষয়ে আলােচনা করা হয়। সেই সাথে কিশোরী সংঘের ১০০জন কিশোরীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য উপকরণ বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment