গাংনী প্রতিনিধি: ৬২ বোতল ফেনসিডিলসহ নেহাজ উদ্দীন (৫০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের সড়ক থেকে তাকে আটক করা হয়। নেহাজ উদ্দীন খাসমহল গ্রামের মৃত কাদের ম-লের ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি জামিল হোসেন।
জানা গেছে, ভারত সীমান্ত থেকে বস্তাবন্দি ফেনসিডিল নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন নেহাজ উদ্দীন। এর আগেই তার গন্তব্য পথে অবস্থান নেয় র্যাবের অভিযান দলটি। র্যাব সদস্যরা নেহাজ উদ্দীনকে আটক করে তার কাছে থাকা বস্তা তল্লাশি করে। বস্তার মধ্যে মেলে ৬২ বোতল ফেনসিডিল। নেহাজ উদ্দীনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, র্যাবের দায়ের করা মামলার আসামি হিসেবে নেহাজ উদ্দীনকে শুক্রবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।