গাংনী প্রতিনিধি: প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরের গাংনী প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতি পালন করেছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা/কর্মচারীরা অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করেন। এ সময় সহকারী প্রকৌশলী আলিমুল রেজা, এছাড়াও শাহীন রেজা, হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মচারীগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী জানান, আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়া হবে।