গাংনীতে ছোট ভাইয়ের হেঁসোর কোপে বড় ভাই রক্তাক্ত

 

স্টাফ রিপোর্টার: ছোট ভাইয়ের হেঁসোর কোপে বড় ভাই সিরাজুল ইসলাম (৪৫) রক্তাক্ত জখম হয়েছে। সিরাজুল ইসলাম গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আব্দুল গনির ছেলে। শুক্রবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। আহত সিরাজুল জানান, প্রতিবেশী আহসান আলীর জমির পথ দিয়ে আমি এবং আমার ছোট ভাই ওয়াসিম চলাচল করি। শুক্রবার বেলা ৪টার দিকে ওয়াসিম ও তার স্ত্রী তাসলি খাতুন সেই পথ বন্ধ করতে মান গাছ লাগাচ্ছিলো। তাকে নিষেধ করায় হাতে থাকা হেঁসো দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আমার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সীমা খাতুন বলেন, তার মাথায় ধারালো অস্ত্রের জখম হয়েছে। তিনটা সেলাই দেয়া হয়েছে। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

Comments (0)
Add Comment