গাংনীতে ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে উত্তেজনা

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত আনোয়ারকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার গাংনী ডাকবাংলাপাড়ার জালাল উদ্দীনের ছেলে। এ ঘটনার প্রতিবাদে গাংনী বাজার ব্যবসায়ী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশি তৎপরতায় উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হয়। গতকাল সোমবার দুপুর ২টার দিকে গাংনী সিদ্দিকী সিনিয়র মাদরাসা মার্কেটে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের দিকে আনোয়ার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় ৫-৬জন যুবক হঠাৎ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে পিটিয়ে আহত করে নির্বিঘেœ চলে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে হামলার ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং ব্যবসায়ীরা গাংনী বাজার বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। পরে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি শান্ত করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে। হামলাকারীদের আটক করতে অভিযান শুরু হয়েছে।

Comments (0)
Add Comment