গাংনী প্রতিনিধি: দু’জন মোটরসাইকেল আরোহী গাংনী বাজার থেকে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। একজনের কাছে ছিলো অ্যাপাচি আরটিআর ও অন্যজনের কাছে পালসার। রাইপুর বাজারে হঠাৎ পালসার মোটরসাইকেলটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্থানীয় লোকজনের কাছে মোটর মেকানিক্স আছে কিনা জানতে চান তারা। মোটরসাইকেল আরোহীদের কথাবার্তা গতি বিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজনের কয়েকজন বলে ‘এরা চোর নাকি’? এ কথা শোনার পর পালসার মোটরসাইকেলটি রেখে মুহূর্তে অন্য গাড়িটি নিয়ে পালিয়ে যায় ওই দু’জন। ফেলে যাওয়া মোটরসাইকেলটির নং- মেহেরপুর ল-১১-৩৩২৯। রাইপুর বাজারের কয়েকজন তাদেরকে ধাওয়া করেও ধরতে পারেনি। স্থানীয় লোকজন গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গাংনী থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনও মোটরসাইকেলের প্রকৃত মালিক দাবি করে কেউ থানায় আসেনি বা কোন ছিনতাইয়ের ঘটনায় কেউ জিডি করেনি।