গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের অসহায় ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজীপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ করা হয়।
কাজিপুর ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে এ ইউনিয়নের ৮ জন অসহায় ও পঙ্গুদের মাঝে এসব হুইল চেয়ার দেয়া হয়। অনুষ্ঠানে কাজিপুর ইউপি চেয়ারম্যান মু. আলম হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বরবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।