স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সদর দপ্তরের নির্বাচন উপলক্ষে ডেলিগেটদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় খুলনা শহরের ফাইভ স্টার হোটেল সিটি-ইন এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটাফর ও ডেলিগেট শহিদুল ইসলাম শাহান রেডক্রিসেন্ট চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়হাবকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার মো. আব্দুল খালেক, রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান, ট্রেজারার এম.এ. সালাম, সদস্য পদপ্রার্থী অরমা দত্ত এমপি, ডা. রোকেয়া সুলতানা, মফিজুর রহমান বাবলু, রাজিয়া সুলতানা লুনা, মঞ্জুরুল ইসলাম, ডা. মো. মোশারফ হোসেন, অধ্যাপক চৌধুরী সরোয়ার জাহান ও সেকেন্দার আলী (অব. জজ) এবং খুলনা বিভাগের ১০ জেলার রেডক্রিসেন্ট ইউনিটের ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৬ নভেম্বর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে এ প্যানেলের পক্ষে নির্বাচনী প্রচারণা করা হয়। তাদের প্যানেলে ভোটদানের প্রার্থনা করা হয়।