কোটচাঁদপুর মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মিতালী সঙ্গীত একাডেমির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকাল ১০টায় জন ম্যাকলিউড রোডে মিতুল সাইফ রচিত ও পরিচালিত পথ নাটক ‘করোনা’ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমি কার্যালয় হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একডেমি চত্বরে এসে শেষ হয়। এরপর মিসাস কার্যালয়ে কেক কাটা ও সংগীত আসরের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। সংগঠনের সভাপতি সুব্রত ব্যানার্জী বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মিতুল সাইফ। বক্তব্য রাখেন কবি আক্তারুজ্জামান রকিব, নাট্যশিল্পী অসিত ঘোষ, শিল্পী কেএস টুটুল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।