কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সর্প দংশনে সিজান বিশ্বাস (১০) নামের তৃতীয় শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিজান বিশ্বাস কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের দয়ারামপুর ইসলামিয়া আলিম মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের দিনমজুর তৈয়ব আলী বিশ্বাসের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে সিজান বাড়িতে তার ভাইয়ের সাথে ঘুমিয়ে ছিলো। রাত ১২টার দিকে তাকে একটি বিষধর সাপ শরীরের একাধিক স্থানে সর্প দংশন করে। পরে শিশু সিজান ছটফট করতে থাকলে স্থানীয় লতিফ কবিরাজের নিকট নেয়া হয়। তিনি জানান, ‘সাপে কামড় দেয়নি।’ রাত ২টার দিকে শিশুটি মুখে ফেনা উঠতে থাকলে রাতেই পরিবারের সদস্যরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।