কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসাবাড়িতে পল্লী বিদ্যুতের নুুুুতন সংযোগ দিতে গিয়ে পল্লী বিদ্যুতের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, কাগমারী গ্রামের বদর উদ্দীনের পুত্র ঠা-ুর (৪৫) বাসায় পল্লী বিদ্যুতের শ্রমিক রিংকু বিদ্যুতের নুতন সংযোগ জুড়ছিলেন। এ সময় মিটারে সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে মুমূর্ষু অবস্থায় রিংকুকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন।