কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে মঙ্গলবার দুপুরে ট্রেনে কেটে গনেশ চন্দ্র (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত গনেশ কোটচাঁদপুর রেল স্টেশনপাড়ার মৃত নিতাই চন্দ্রের পুত্র। জানা যায়, গনেশ ট্রেনে হকারিী করে জীবণযাপন করতো। মঙ্গলবার চুয়াডাঙ্গাগামী রকেট মেইলট্রেন কোটচাঁদপুর স্টেশন ছেড়ে দিলে গনেশ তড়িঘড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। ফলে ট্রেনের চাকায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে য়ায়। স্টেশনে প্লাটফর্মে লোকজনের চোখের সামনে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।