স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের আব্দুল ওয়াদুদ মালিথা ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…..রাজেউন)। গতরাত ১১টা ৫৩ মিনিটে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
মরহুম ওয়াদুদ মালিথার বড় ছেলে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ক্যাশিয়ার আশাদুল আলম জানান, আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের মৃত মাহাতাব মালিথার ছেলে আব্দুল ওয়াদুদ মালিথা কর্মজীবনে কেরু অ্যান্ড কোম্পানির সেন্টার ইনচার্জ (সিআইসি) হিসেবে কর্মরত ছিলেন। দশমাইল সেন্টারে দায়িত্বরত থাকাকালীন ১৯৮৯ সালে অবসরগ্রহণ করেন।
আনুমানিক শতবর্ষী ওয়াদুদ মালিথা বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। গতরাতে নিজবাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।